রোজ সকালে প্রায় আধ ঘন্টা পার্কে দৌড়াতে যায় দেবায়ন। মা বলে নাকি বাবার মতন চেহারা পেয়েছে। শরীরের ঘঠন বেশ মজবুত আর সুঠাম, গায়ের রঙ একটু তামাটে। প্রায় ছয় ফুটের মতন লম্বা, চওড়া কাঁধ, ফোলা বুকের পেশি, শক্ত বাজু। উঠতি বয়সে নাকের নিচে একটু গোঁফ গজিয়েছে। বয়সের তুলনায় একটু বেশি বেড়ে গেছে গত দুই বছরে। নিজের বেশ ভালো লাগে যখন কলেজের মেয়ে গুলো ওর সম্বন্ধে কানাঘুষো করে কথা বলে আর কিছু কথা ওর কানে মাঝে মাঝে ভেসে আসে। কলেজের অর্ধেক মেয়েরা ওর পেছনে পাগল। ক্লাসে পা রাখলেই ক্লাসের মেয়েদের মধ্যে একটু যেন সাজসাজ রব পরে যায়, যেন বলতে চায় “আমাকে একটু দ্যাখ, আমাকে একটু দ্যাখ।” সামনের বেঞ্চে বরনিতার পাশেই বসে পায়েল, তার পাশে শ্রেয়া। আজ যেন তিনজনে রুপের ডালি নিয়ে বসে। ক্লাসে ঢুকতেই বরনিতা ওকে দেখে বলে, “কি রে এসে গেলি?” মাথা নাড়িয়ে হেসে জবাব দেয় “হ্যাঁ, তোদের জন্য আসতেই হল।”ads
Friday, February 13, 2015
8:46 AM
Unknown
রোজ সকালে প্রায় আধ ঘন্টা পার্কে দৌড়াতে যায় দেবায়ন। মা বলে নাকি বাবার মতন চেহারা পেয়েছে। শরীরের ঘঠন বেশ মজবুত আর সুঠাম, গায়ের রঙ একটু তামাটে। প্রায় ছয় ফুটের মতন লম্বা, চওড়া কাঁধ, ফোলা বুকের পেশি, শক্ত বাজু। উঠতি বয়সে নাকের নিচে একটু গোঁফ গজিয়েছে। বয়সের তুলনায় একটু বেশি বেড়ে গেছে গত দুই বছরে। নিজের বেশ ভালো লাগে যখন কলেজের মেয়ে গুলো ওর সম্বন্ধে কানাঘুষো করে কথা বলে আর কিছু কথা ওর কানে মাঝে মাঝে ভেসে আসে। কলেজের অর্ধেক মেয়েরা ওর পেছনে পাগল। ক্লাসে পা রাখলেই ক্লাসের মেয়েদের মধ্যে একটু যেন সাজসাজ রব পরে যায়, যেন বলতে চায় “আমাকে একটু দ্যাখ, আমাকে একটু দ্যাখ।” সামনের বেঞ্চে বরনিতার পাশেই বসে পায়েল, তার পাশে শ্রেয়া। আজ যেন তিনজনে রুপের ডালি নিয়ে বসে। ক্লাসে ঢুকতেই বরনিতা ওকে দেখে বলে, “কি রে এসে গেলি?” মাথা নাড়িয়ে হেসে জবাব দেয় “হ্যাঁ, তোদের জন্য আসতেই হল।”
Posted in বাংলা চটি গল্প
Subscribe to:
Post Comments (Atom)
RSS Feed
Twitter
0 comments:
Post a Comment